নয়াদিল্লি: বর্ষ শেষের আগে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোট বাতিল পরবর্তী পর্বে ব্যাঙ্ক কর্মীদের কঠোর পরিশ্রমের প্রশংসা করেছিলেন। কিন্তু শুধু কথায় যে চিঁড়ে ভিজবে না তা কার্যত জানিয়ে দিল ব্যাঙ্ক কর্মীদের একটি ইউনিয়ন। এই ইউনিয়ন আবার ভারতীয় মজদুর সঙ্ঘ (বিএমএস) অনুমোদিত ন্যাশনাল অর্গানাইজেশন অফ ব্যাঙ্ক ওয়ার্কাস (এনওবিডব্লু)। ইউনিয়নের পক্ষ থেকে নোট বাতিলের পরবর্তী ৫০ দিন অতিরিক্ত সময় ব্যাঙ্ক কর্মীদের কাজের জন্য ওভারটাইম দাবি করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে এনওবিডব্লু বলেছে, গত ৫০ দিন ধরে ব্যাঙ্ক কর্মীরা দৈনিক ১২-৫০ ঘন্টা কাজ করেছেন। মাত্র কয়েকটি ব্যাঙ্ক এজন্য কর্মীদের ওভারটাইম দেওয়ার কথা বিবেচনা করেছে। সমস্ত ব্যাঙ্কের ম্যানেজমেন্টকে কর্মীদের ওভারটাইম দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছে ইউনিয়ন। একইসঙ্গে ব্যাঙ্কগুলি কর্মী নিয়োগ প্রক্রিয়া জোরদার করারও আর্জি জানানো হয়েছে।