নয়াদিল্লি: বিরোধীরা প্রতিবাদে সরব হলেও দেশবাসী তাঁর নোট বাতিলের সিদ্ধান্ত মেনে নিয়ে হাসিমুখে ব্যাঙ্ক, এটিএমের বাইরে নতুন নোট সংগ্রহের লাইনে দাঁড়িয়েছেন বলে দাবি করেছেন খোদ নরেন্দ্র মোদী। তাঁর দলের দিল্লি শাখা আবার বাতিল নোট বদলে নতুন নোট নেওয়ার লাইনে 'ধৈর্য্য' ধরে ঘন্টার পর ঘন্টা দাঁড়ানোয় লাড্ডু উপহার দিল দিল্লিবাসীকে।
দিল্লি বিজেপির নবনির্বাচিত সভাপতি মনোজ তেওয়ারি দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন, যাতে তাঁরা দিল্লির প্রতিটি বাড়ি গিয়ে লাড্ডু দিয়ে ধন্যবাদ জানিয়ে আসেন।
অভিনেতা-রাজনীতিককে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমে বলা হয়েছে, কালো টাকা মোকাবিলায় নোট বাতিলের এই বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছেন মোদী। কিছু অসুবিধা হলেও মানুষ তাঁর উদ্যোগ সমর্থন করেছেন। এবার তাঁদের ধন্যবাদ জানানোর পালা আমাদের। তাঁরা যে ধৈর্য্য দেখিয়েছেন, তাকে সম্মান, স্বীকৃতি জানাতে হবে আমাদের।
যদিও ট্যুইটারে দিনভর দিল্লি বিজেপির লাড্ডু বিতরণ নিয়ে বিস্তর হাসি-ঠাট্টা চলেছে।
নোট বাতিলে ব্যাঙ্ক, এটিএমে 'ধৈর্য্য' দেখিয়ে লাইনে, বাড়ি বাড়ি লাড্ডু বিলি দিল্লি বিজেপির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Dec 2016 09:32 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -