নয়াদিল্লি: ৫০০ ও ১০০০ টাকার নোট বদল করতে না পেরে রিজার্ভ ব্যাঙ্কের বাইরে অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ জানালেন এক মহিলা। তাঁকে কোনওভাবেই সরাতে না পেরে পুলিশের সাহায্য চান রিজার্ভ ব্যাঙ্কের নিরাপত্তারক্ষীরা। শেষপর্যন্ত পুলিশ এসে ওই মহিলাকে থানায় নিয়ে যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৮ নভেম্বর নোট বাতিলের কথা ঘোষণার সময় বলেছিলেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক থেকে ৫০০ ও ১০০০ টাকার নোট বদল করা যাবে। কিন্তু তা সত্ত্বেও ৩০ ডিসেম্বরের পর থেকে রিজার্ভ ব্যাঙ্কে আর বাতিল নোট বদল করা যাচ্ছে না। বহু মানুষ রিজার্ভ ব্যাঙ্কে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন।
এই মহিলা তাঁর সন্তানকে নিয়ে নোট বদলের আশায় রিজার্ভ ব্যাঙ্কে গিয়েছিলেন। কিন্তু তাঁকে ভিতরে ঢুকতে দেননি নিরাপত্তারক্ষীরা। বারংবার অনুরোধেও কাজ না হওয়ায় কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা। তিনি রিজার্ভ ব্যাঙ্কের গেটের সামনে বসে পড়ে প্রতিবাদ জানাতে থাকেন। সেখান থেকে তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন নিরাপত্তারক্ষীরা। এরপরেই উর্ধাঙ্গের পোশাক খুলে ফেলেন তিনি। এই ঘটনায় সবাই হতবাক হয়ে যান। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
নোট বদলাতে না পেরে রিজার্ভ ব্যাঙ্কের বাইরে অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ মহিলার
Web Desk, ABP Ananda
Updated at:
04 Jan 2017 05:34 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -