নয়াদিল্লি: নোট বাতিলকে সাহসী ও কার্যকরী সিদ্ধান্ত বলে বাজেট বক্তৃতায় মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সংসদে প্রধানমন্ত্রী সহ ক্ষমতাসীন দলের সদস্যদের হর্ষধ্বনির মধ্যে জেটলি বলেছেন, দেশের অর্থনীতিতে নোট বাতিলের বহুমুখী প্রভাব পড়বে এবং তা বৃহত্তর, স্বচ্ছ ও প্রকৃত গড় অভ্যন্তরীন উত্পাদন (জিডিপি) নিরুপন করবে।
জেটলি বলেছেন, দেশের বর্তমানে সাবেক অর্থনাতি থেকে আধুনিক অর্থনীতিতে রূপান্তর ঘটছে এবং এক্ষেত্রে জনগনের অর্থ দায়িত্বশীল রক্ষক হিসেবে দেখা হয় সরকারকে। ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে জেটলি বলেছেন, জিডিপি-র সার্বিক, আনুপুঙ্খ ও প্রকৃত পরিমাণ নিরুপণ করার ক্ষেত্রে সরকারের একাধিক পদক্ষেপের মধ্যে সাহসী ও কার্যকরী সিদ্ধান্ত হল নোট বাতিল। অর্থমন্ত্রী আরও বলেছেন, অর্থনীতিতে এর কুফল খুবই সাময়িক। বরং দীর্ঘমেয়াদে আরও বেশি জিডিপি এরং রাজস্বের ক্ষেত্রে তা লাভজনক।
উল্লেখ্য, গত বছরের ৮ নভেম্বর সরকার ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেছিল। কালো টাকার মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। পরে আরও বলা হয়, ডিজিটাল লেনদেন-এর মাধ্যমে অর্থনীতিতে নগদ নির্ভরতা কমানোও এর লক্ষ্য।
জেটলি এদিন বলেছেন, কালো টাকা মোকাবিলা ও দুর্নীতি দমনের জন্য সরকার একাধিক ব্যবস্থা নিয়েছে। এই লক্ষ্য পূরণের জন্যই নোট বাতিলের সিদ্ধান্ত। এর ফলে কর ফাঁকি দিয়ে জমানো সম্পদ সরকারের হাতে আসবে।
জেটলি আরও বলেছেন, বাজারে নোটের জোগানের কাজ দ্রুত গতিতে চলছে।পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক হবে।
আগামী অর্থবর্ষে নোট বাতিলের আর কোনও কুপ্রভাব থাকবে না বলে আশা প্রকাশ করে জেটলি বলেছেন, এর ফলে ব্যাঙ্কের হাতে উদ্বৃত্ত নগদ এসেছে। ফলে ব্যাঙ্ক থেকে ঋণের লেনদেনে সুদের হার কমেছে।
গরিবদের স্বার্থে সরকার আর্থিক সংস্কার চালিয়ে যাবেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী।
নোট বাতিল সাহসী সিদ্ধান্ত, কর ফাঁকির অর্থ সরকারের ঘরে আসবে: জেটলি
ABP Ananda, web desk
Updated at:
01 Feb 2017 12:35 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -