নয়াদিল্লি: নোট বাতিলের মত একটা সাঙ্ঘাতিক ভুল করেই ক্ষান্ত হয়নি কেন্দ্র। তারা এখন এতটাই ‘মরিয়া’ যে আরও বেশি একের পর এক মারাত্মক ভুল করেই চলেছে। এমনটাই জানালেন রবার্ট বঢরা।
কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর জামাতা এদিন ফেসবুক পোস্টে জানান, কেন্দ্র স্বৈরতন্ত্রের মত কাজ করছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সংস্থা বা সংগঠনের সঙ্গে আলোচনার প্রয়োজন মনে করছে না।
তিনি লেখেন, দেখে মনে হচ্ছে নোট বাতিলের মতো অপরিকল্পিত এবং অভাবনীয় সিদ্ধান্ত নেওয়ার ভুল কাটিয়ে ওঠার জন্য সরকার চূড়ান্ত মরিয়া হয়ে উঠেছে।
ক্যাশলেস লেনদেন নিয়ে কেন্দ্রের উদ্যোগের প্রেক্ষিতে বঢরা বলেন, যখন সাধারণ মানুষ স্বাভাবিকভাবে ডিজিটাল পন্থাকে খারিজ করল, তখন কেন্দ্র বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার ঘোষণা করল, যাতে মানুষ ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে।
তিনি যোগ করেন, এরপর মানুষকে ধীরে ধীরে জোর করা হল, যাতে তাঁরা নগদহীন লেনদেন করেন। কিন্তু, সরকার এক্ষেত্রে ব্যর্থ। আর তার জলজ্যান্ত প্রমাণ হল পেট্রোল-পাম্প কাণ্ড। বঢরার মতে, পেট্রোল পাম্প ডিলারদের ‘চাপে’ ব্যাঙ্কগুলি শেষ মুহূর্তে নিজেদের নির্দেশিকা প্রত্যাহার করলেও, এটা স্থায়ী সমাধান নয়।