নয়াদিল্লি: ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর কালো টাকা মোকাবিলায় দেশের ৪০ টি জায়গায় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযানে কলকাতার এক চিকিত্সকের কাছ থেকে নতুন নোটে ১০ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা। ওই এলাকা থেকেই ৪ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রাও বাজেয়াপ্ত করা হয়েছে।
কারেন্সি এক্সচেঞ্চ, হাওলা কারবারী এবং অন্যান্যদের কাছে গচ্ছিত কালো টাকা উদ্ধারের জন্য ইডি-র বিভিন্ন দল দেশের বিভিন্ন শহরে এই অভিযান চালায়। ইডি-র গোয়েন্দাদের সঙ্গে ছিলেন পুলিশ কর্মীরা।
পূর্বাঞ্চলে ইডি-র কলকাতার ছয়টি সহ ১৬ টি জায়গায় হানা দেয়। ভুবনেশ্বরে দুটি ও পারাদ্বীপের দুটি জায়গায় এবং গুয়াহাটিতেও তল্লাশি চালানো হয়।
আধিকারিকরা জানিয়েছেন, পুরানো টাকার অবৈধ লেনদেন, হাওলার কাজের জন্য নতুন নোট মজুত এবং আর্থিক তছরূপের মতো কার্যকলাপ মোকাবিলার উদ্দেশ্যেই এই অভিযান চালিয়েছে ইডি।
দেশজুড়ে ইডি-র তল্লাশি, কলকাতায় চিকিত্সকের কাছ থেকে বাজেয়াপ্ত নতুন নোটে ১০ লাখ
ABP Ananda, web desk
Updated at:
30 Nov 2016 05:09 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -