বেঙ্গালুরু: নোট বাতিলের ফলে ঘুমোতে পারছেন না তাঁরাই, যাঁদের কালো টাকা মুহূর্তে কাগজের স্তুপ হয়ে গেছে। রাহুল গাঁধী, মমতা, অরবিন্দ কেজরীবালদের চোখে ঘুম নেই। তাঁদের মুখের ঔজ্জ্বল্যও ফ্যাকাসে হয়ে গেছে। বেঙ্গালুরুতে বিজেপির ওবিসি র‍্যালিতে এভাবেই রাহুল, মমতাদের সরাসরি আক্রমণ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

বিজেপি সভাপতি বলেছেন, ৭ তারিখ পর্যন্ত বিএসপি, এসপি, কংগ্রেসের মত রাজনৈতিক দলগুলো আর মমতা, কেজরীবালেরা কালো টাকা ফেরত আনার ব্যাপারে প্রধানমন্ত্রী কী কী পদক্ষেপ করেছেন জানতে চাইচিলেন। কিন্তু ৮ তারিখ মাঝরাতের পর থেকে তাঁদের সুর বদলে গেছে। এখন তাঁরা জানতে চান, কেন প্রধানমন্ত্রী নোট বাতিল করলেন।

যেভাবে বিরোধীরা নোট বাতিলের বিরোধিতায় হাতে হাত মিলিয়েছেন, তারও কড়া সমালোচনা করেছেন অমিত শাহ। তাঁর বিদ্রূপ, যখন বন্যা হয়, তখন একই গাছে চড়ে বসে ইঁদুর, বেড়াল, সাপ, বেজি সকলে, যাতে বন্যার জল থেকে নিজেকে বাঁচানো যায়। এখানেও একইভাবে বেজি এবং বেড়াল আর সাপ ও ইঁদুর খাচ্ছে না- তারা সকলে হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর কালো টাকা ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের বিরোধিতা করছে। তবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমার যেভাবে নোট বাতিলের সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন, তার প্রশংসা করেছেন তিনি।