কলকাতা: অ্যাক্সিস ব্যাঙ্কের বড়বাজার শাখার ডেপুটি ম্যানেজারের গ্রেফতারির পর, দিল্লির চাঁদনি চকে অ্যাক্সিস ব্যাঙ্কের শাখায় হানা আয়কর দফতরের।
সূত্রের খবর, চাঁদনি চকের এই শাখায় ৪৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ১০০ কোটিরও বেশি টাকা রয়েছে। এবং এই সব অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে কেওয়াইসি-বিধিও মানা হয়নি বলে অভিযোগ। আয়কর দফতর সূত্রে আরও খবর, চাঁদনি চকের এই শাখাতেই আরও ১৫টি ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। যেগুলিতে ৭০ কোটি টাকা জমা দেওয়া হয়েছে।
৮ নভেম্বর নোট বাতিলের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। আয়কর দফতর সূত্রে খবর, নরেন্দ্র মোদীর এই ঘোষণার পর অ্যাক্সিস ব্যাঙ্কের দিল্লির চাঁদনি চক শাখায় ৪৫০ কোটি টাকা জমা পড়েছে। এই বিশাল টাকা সাদা না কালো, খতিয়ে দেখছেন আয়কর আধিকারিকরা।
অ্যাক্সিস ব্যাঙ্কের তরফে বিবৃতিতে বলা হয়েছে, নির্দিষ্ট আচরণ বিধি না মানলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তদন্তকারীদের সঙ্গে আমরা সম্পূর্ণ সহযোগিতা করছি। এসবের মধ্যেই বেআইনি ভাবে নোট বদলের অভিযোগে, হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে, কে সুধীর বাবু নামে এক ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস অফিসারকে।
দিল্লির চাঁদনি চকে অ্যাক্সিস ব্যাঙ্কের শাখায় হানা আয়কর হানা, বিপুল অঙ্কের 'বেআইনি' টাকার হদিস
Web Desk, ABP Ananda
Updated at:
09 Dec 2016 09:44 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -