ঠাণে: ‘সঠিক প্রস্তুতি ছাড়াই’ নোট বাতিলের প্রক্রিয়াটি বাস্তবায়ন করা হয়েছে বলে জানালেন পুণেস্থিত ‘অর্থক্রান্তি’র প্রতিষ্ঠাতা অনিল বোকিল।
এক আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে বোকিল বলেন, আমরা একে সমর্থন করি না, তবে এর বিরুদ্ধেও নই। বোকিল বলেন, আমরা কম নগদ লেনদেনের পক্ষে, একেবারে নগদহীন লেনদেনের নয়।
প্রসঙ্গত, কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার নেপথ্যে মূল কাণ্ডারী ছিলেন এই অনিল বোকিল-ই। এমনটাই খবর। মূলত, তাঁর টিমের সুপারিশ মেনেই না কি এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধামনন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই নানা মহলের দাবি।
অর্থক্রান্তি তাহলে কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করছে কি না প্রশ্নের জবাবে, বোকিল জানিয়ে দেন, গোটা প্রক্রিয়াটি সুষ্ঠু প্রস্তুতি ও পরিকল্পনা ছাড়াই কার্যকর করা হয়েছে। তবে, সিদ্ধান্ত ও তার রূপদানকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা উচিত।
তিনি বলেন, এর (নোট বাতিল) ফলে অনেক টাকা এবার বাজারে আসবে। ফলে, অর্থনীতি বৃদ্ধি পাবে। এতে, সমাজের নিচুতলার মানুষ উপকৃত হবে। তিনি বলেন, অনেকে প্রশ্ন তুলছেন, নোট বাতিলের সিদ্ধান্তের কয়েকদিনের মধ্যে এত মানুষ মারা গিয়েছেন সেই নিয়ে। কিন্তু, কেউ এটা বলছেন না, এই বিপ্লবের ফলে কত কৃষকের প্রাণ বেঁচে যাবে।
বোকিলের আশ্বাস, নোট বাতিলের ফলে দেশে সাময়িক যে ঘটনাবলি ঘটছে তাতে চিন্তা বা ভয়ের কোনও কারণ নেই। এই সিদ্ধান্তকে সুস্থভাবে গ্রহণ করা উচিত।