কলকাতা: নোট বাতিল বড় কেলেঙ্কারি। আবারও বলছি, বড় কেলেঙ্কারি। বিস্তারিত তদন্ত হলেই এটা প্রমাণিত হবে। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল নরেন্দ্র মোদী সরকারের ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের বর্ষপূর্তির দিনটিকে কালা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা।



তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিমুদ্রাকরণের সিদ্ধান্তকে আক্রমণ করে ফেসবুক পোস্টে বলেছেন, কালো টাকার মোকাবিলার জন্য নোট বাতিল করা হয়নি। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নোংরা স্বার্থ পূরণে কালো টাকাকে সাদায় পরিণত করাই এর উদ্দেশ্য ছিল। নোট বাতিল করে বিদেশে গচ্ছিত কালো টাকা দেশে ফেরানো, সন্ত্রাসবাদ দমন, কোনওটাই হয়নি, দেশের উন্নয়নেও সাহায্য করেনি এই পদক্ষেপ, দাবি করেন মমতা। তাঁর মন্তব্য, বাস্তব অভিজ্ঞতা থেকেই পরিষ্কার, এর ফল হয়েছে একটা বিরাট শূন্য!
মুখ্যমন্ত্রীর আরও দাবি, নোট বাতিলের ফলে ইতিমধ্যেই দেশের প্রায় ৩ লক্ষ কোটি টাকার জিডিপি লোকসান হয়েছে। কোটি কোটি কর্মী, বিশেষত অসংগঠিত ক্ষেত্রে কাজ হারিয়েছেন। কৃষকদের অনাহারে কাটাতে হয়েছে। ১০০-র বেশি মানুষের প্রাণ চলে গিয়েছে।
তাঁরাও আগামীকাল কালা দিবস পালন করবেন বলে জানিয়ে মমতার দাবি, বিমুদ্রাকরণ দেশ ও তার অর্থনীতির 'অপূরণীয় ক্ষতি করেছে'।