নয়াদিল্লি: নোট বাতিল নিয়ে সংসদে অচলাবস্থা অব্যাহত। প্রধানমন্ত্রী এই ইস্যুতে বক্তব্য রাখতে রাজি বলে লোকসভায় এদিন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। কিন্তু এতেও চিঁড়ে ভেজেনি। বিরোধীরা ভোটের সংস্থান সহ লোকসভায় আলোচনার দাবিতে অনড় রয়েছে। ফলে এদিনও মুলতুবী হয়ে যায় লোকসভার অধিবেশন।
এদিন কংগ্রেসের মল্লিকার্জুন খাড়্গে, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সমাজবাদী পার্টির মুলায়ম সিংহ যাদবের মতো বিরোধী সাংসদরা মুলতুবী প্রস্তাবের দাবি জানান। কিন্তু ট্রেজারি বেঞ্চ চায়, শুধুমাত্র বিতর্কই। শাসক দল আলোচনার শেষে ভোটাভুটির পক্ষপাতী নয়।
বিরোধীরা তাদের দাবিতে অনড় থাকায় রাজনাথ বলেন, নোট বাতিল করার ব্যাপারে সরকারের উদ্দেশ্য নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। কিন্তু এই উদ্যোগ রূপায়ণের ক্ষেত্রে যে সব অভিযোগ উঠেছে এবং কোনও প্রস্তাব থাকলে তা সরকার শুনতে আগ্রহী।
রাজনাথ বিরোধীদের আশ্বাস দিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করবেন।
আলোচনা কোন ধারায় হবে বা অধ্যক্ষ স্থির করবেন বলেও মন্তব্য করেন রাজনাথ। জিরো আওয়ারে বিরোধী সাংসদদের বক্তব্যের পর তিনি বলেন, নোট বাতিল ‘ঐতিহাসিক, সাহসী এবং গরিবমুখী’ সিদ্ধান্ত। কালো টাকার মোকাবিলা ও জাতীয় স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে অসন্তুষ্ট বিরোধীরা ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। ফলে অধ্যক্ষ সুমিত্রা মহাজন সভা মুলতুবী করে দিতে বাধ্য হন।
এর আগে মল্লিকার্জুন খাড়্গে বলেন, নোট বাতিলের ফলে দেশের আর্থিক ব্যবস্থার ক্ষতি হয়েছে।কৃষক, যুবক, শ্রমিক,মহিলারা অসুবিধার মুখে পড়েছেন।
নোট বাতিলের ত্রুটিপূর্ণ রূপায়ণের কারণে ৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে দাবি করে খাড়্গে এক কেন্দ্রীয় মন্ত্রীর হাসপাতালের বিল মেটাতে গিয়ে ভোগান্তির প্রসঙ্গ টেনেছেন। তিনি বলেন, এটা নোট বাতিল জনিত দুর্ভোগের একটা নিদর্শন। কর্নাটকে কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়ার ভাই মারা গিয়েছেন।
খাড়্গে বলেন, সভার অচলাবস্থার অবসানের জন্য মুলতুবী প্রস্তাব গ্রহণ করতে হবে এবং প্রধানমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে।
সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, অচলাবস্থা কাটাতে সরকারের উদ্যোগ নেওয়া উচিত। নাহলে লোকজন প্রশ্ন করছেন, যদি রোজই মুলতুবী হয়ে যায়, তাহলে সংসদ রয়েছে কিসের জন্য।
মুলায়ম প্রশ্ন তোলেন, এ রকম একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে যদি প্রধানমন্ত্রী সভায় না আসেন, তাহলে তিনি আসবেন কবে।
বিরোধীরা চাইলে লোকসভায় বলবেন প্রধানমন্ত্রী, জানালেন রাজনাথ
ABP Ananda, web desk
Updated at:
28 Nov 2016 06:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -