নয়াদিল্লি: নোট বাতিল ইস্যুতে আজও উত্তাল সংসদ। আলোচনার জন্য মুলতুবি প্রস্তাব আনার আর্জি কংগ্রেস ও তৃণমূলের। বিরোধীদের হৈ হট্টগোলে সোমবার পর্যন্ত মুলতুবি সংসদের দুই কক্ষের অধিবেশন।
নোট বদলের পর দশম দিনে বিরোধীদের সুরও সপ্তমে। সংসদের ভিতরে বাইরে অব্যাহত এককাট্টা আক্রমণ। শুক্রবারও অধিবেশনের শুরু থেকেই নোট বাতিল ইস্যুতে মোদী সরকারকে কোণঠাসা করতে কোমর বেঁধে আসরে নামে কংগ্রেস ও তৃণমূল। অভিনবত্বের ধারা বজায় রেখে, এদিন সংসদ চত্বরে মাটির হাঁড়ি ও থালা নিয়ে ধর্নায় সামিল হন তৃণমূল সাংসদরা। গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে চলে মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান।
সংসদের ভিতরেও নোট বাতিল ইস্যুতে আলোচনার জন্য মুলতুবি প্রস্তাব আনার আর্জি জানান কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে এবং তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্পিকার এই আর্জি মঞ্জুর করেননি। তবে কেন্দ্র জানিয়েছে, তারা আলোচনায় প্রস্তুত।
এরপরই তুমুল হৈ হট্টগোল শুরু করে বিরোধীরা। সোমবার পর্যন্ত মুলতুবি হয়ে যায় সংসদের দুই কক্ষ।
নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এদিন দিল্লিতে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস। বিক্ষোভ সামলাতে জল কামান ব্যবহার করে পুলিশ। বিরোধীরা রাজ্যসভায় প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করলেও, সরকার এখনও তা মানেননি।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী অবশ্য বৃহস্পতিবারই পরিষ্কার জানিয়ে দিয়েছেন এখন পিছু হঠার কোনও প্রশ্নই নেই।
নোট নিয়ে উত্তাল সংসদ, সোমবার পর্যন্ত অধিবেশন মুলতুবি লোকসভার
Web Desk, ABP Ananda
Updated at:
18 Nov 2016 07:38 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -