নয়াদিল্লি: নোট বাতিল নিয়ে মোদী সরকারের সমালোচনায় অমর্ত্য সেন। এভাবে মানুষকে বিপাকে ফেলা একমাত্র স্বৈরাচারী সরকারের পক্ষেই সম্ভব। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া ইমেল সাক্ষাৎকারে মন্তব্য নোবেলজয়ী অর্থনীতিবিদের।
মোদী সরকারের নোট বাতিলের পদক্ষেপকে এবার সরাসরি প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া ইমেল সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেছেন, শুধুমাত্র একটি স্বৈরাচারী সরকারই সাধারণ মানুষকে এভাবে বিপাকে ফেলতে পারে। লক্ষ লক্ষ নিরীহ মানুষ তাঁদের নিজেদের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন এবং চরম দুর্ভোগে পড়েছেন।
ইংরাজি দৈনিককে দেওয়া ই-মেল সাক্ষাত্কারে অমর্ত্য সেন আরও বলেছেন, আচমকা মানুষকে বলে দেওয়া হয়েছে, আপনাদের কাছে যে নোটগুলি রয়েছে, সেগুলির আর কোনও মূল্য নেই, এটা স্বৈরাচারী পদক্ষেপের প্রয়োগ। সরকারের দাবি, এই ধরনের নোট কালো টাকার কারবারিদের কাছে রয়েছে। কিন্তু এক ঝটকায় সব ভারতবাসীকেই সম্ভবত কুটিল আখ্যা দিয়ে দেওয়া হল, যতক্ষণ না সে নিজেকে নির্দোষ প্রমাণিত করছে।
নরেন্দ্র মোদী নোট বাতিলের পদক্ষেপের ফলে দেশের ভাল হবে বলে বোঝানোর চেষ্টা করলেও, অমর্ত্য সেনের বক্তব্য, এতে (নোট বাতিল) কীভাবে ভাল হবে তা বোঝা যাচ্ছে না। এটা বিদেশ থেকে কালো টাকা ফেরানোর প্রতিশ্রুতির মতোই, আরও একটা ব্যর্থতা হতে পারে। যাঁদের কালো টাকা রয়েছে, এই পদক্ষেপে তাঁদের কিছু যায় আসে না, সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীরা।
নোট বাতিলের স্বপক্ষে মোদী সরকারের বক্তব্য, ভবিষ্যতে ভাল ফল পেতে গেলে একটু যন্ত্রণা সহ্য করতেই হবে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া ইমেল সাক্ষাৎকারে অমর্ত্য সেনের বক্তব্য, ভাল নীতি অনেক সময় যন্ত্রণাদায়ক হয়। কিন্তু সব যন্ত্রণাদায়ক পরিস্থিতিই যে ভাল নীতির কারণে তৈরি হয়, এমনটা নয়।
এরআগে নোট বাতিলের পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছিলেন অর্থনীতিবিদ কৌশিক বসুও।
নোট বাতিল: স্বৈরাচারী সরকারই মানুষকে এভাবে বিপাকে ফেলতে পারে, সমালোচনায় অমর্ত্য সেন
Web Desk, ABP Ananda
Updated at:
26 Nov 2016 11:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -