নয়াদিল্লি: নোট বাতিলের পর টাকা পেতে ব্যাঙ্ক ও এটিএমগুলিতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। এই অবস্থায় এবার বিগবাজার-এ ডেবিট কার্ড ব্যবহার করে ২০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন গ্রাহকরা। টাকা পাওয়ার দুর্ভোগ কমাতে বিগবাজার-এ মিনি-এটিএম বসানোর সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এজন্য বিগবাজারের ২৬০ টি শপের সঙ্গে হাত মিলিয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ক্রেতারা যাতে কেনাকাটার সময় টাকা তুলতে পারেন, সেজন্যই এই উদ্যোগ। আগামী ২৪ নভেম্বর বৃহস্পতিবার থেকে এই সুবিধা পাওয়া যাবে।
বিগ বাজারের মালিক ফিউচার গ্রুপের সিইও কিশোর বিয়ানি ট্যুইট করে জানিয়েছেন, এবার বিগবাজারেও বৃহস্পতিবার থেকে ডেবিট কার্ড ব্যবহার করে ২০০০ টাকা পর্যন্ত তোলা যাবে।
উল্লেখ্য, গত সপ্তাহে পেট্রোল পাম্প থেকেও টাকা তোলার অনুমতি দিয়েছিল সরকার। এই উদ্যোগে সামিল হয়েছিল এসবিআই, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি এবং সিটি ব্যাঙ্ক।
পেট্রোল পাম্পগুলি থেকে টাকা তোলার সুবিধা ২৪ নভেম্বরের পরও চলবে বলে জানা গেছে। ২৪ নভেম্বর অত্যাবশ্যক পরিষেবার ক্ষেত্রে পুরানো নোট ব্যবহারের সময়সীমা শেষ হচ্ছে।
বিগবাজারেও বসছে মিনি-এটিএম, ২০০০ টাকা পর্যন্ত তোলা যাবে
ABP Ananda, web desk
Updated at:
22 Nov 2016 09:55 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -