নয়াদিল্লি: নোট বাতিলের পর সরকার আমজনতাকে গত ৩০ ডিসেম্বর পর্যন্ত ৫০০ ও হাজারের নোট বদলের সময় দিয়েছিল। কিন্তু সেই ডেডলাইনের মধ্যে সবাই বাতিল নোট বদল করতে পারেননি। তাই রিজার্ভ ব্যাঙ্কের কাছে একাধিক অনুরোধ এসেছিল, ফের বাতিল নোট বদলের সুযোগ দেওয়া হোক।
বুধবার সরকারি এবং সেন্ট্রাল ব্যাঙ্কের এক উচ্চপদস্থ আধিকারিক সূত্রে জানা যায়, ফের সাধারণ মানুষের কথা ভেবেই বাতিল নোট জমা দেওয়ার ব্যবস্থা করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে এবার সীমিত টাকাই বদল করা যাবে বলে জানা গিয়েছে। সেই টাকাটা হয়তো দুহাজারের মতো সামান্য পরিমাণই হবে। কারণ এক্ষেত্রে সত্যিকারের মানুষ যাঁরা বেকায়াদায় পড়েছেন, তাঁরাই উপকৃত হবেন। আপাতত এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যদিও গ্রহণ করা হয়নি। এই বদলের সীমাটাও পাওয়া যাবে সামান্য সময়ের জন্যে।
প্রসঙ্গত, গত ৮ নভেম্বর কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্ত গ্রহণের পর গত তিরিশ ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্কে গিয়ে পুরনো ৫০০ ও হাজারের নোট বাতিলের সময় দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এই সময়ের মধ্যে যাঁরা নোট অন্যান্য ব্যাঙ্কে গিয়ে জমা দিতে পারেননি, তাঁরা একমাত্র এখন আরবিআইতে গিয়েই পুরনো নোট জমা করতে পারবেন। তবে তারজন্যে তাঁদের একটি সঙ্গত কারণও জানাতে হবে, কেন তাঁরা সময়ের মধ্যে টাকা বদল করতে পারেননি। সেই ডেডলাইন শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ।
দেশকে কালো টাকা, জাল নোট ও দুর্নীতি থেকে মুক্ত করতে এই সিদ্ধান্ত আচমকাই নিয়েছিল কেন্দ্রীয় সরকার।
ফের বাতিল নোট জমা নেবে ব্যাঙ্ক? আর্জি খতিয়ে দেখছে আরবিআই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Jan 2017 04:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -