নয়াদিল্লি: মকুব সার্ভিস ট্যাক্স। ট্রেনের টিকিট বুকিং-এর খরচ কমল আইআরসিটিসিতে। আগামী কাল থেকেই চালু হচ্ছে নয়া বিধি।

আইআরসিটিসি সূত্রে খবর, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ তারিখ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যাঁরা সাইটে ঢুকে অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন, তাঁদেরকে সার্ভিস ট্যাক্স দিতে হবে না। ফলে স্লিপার ক্লাসে প্রায় ২০ টাকা কম পড়বে টিকিটের দাম, বাতানুকূল শ্রেণিতে প্রায় ৪০ টাকা কম।

রেল মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, নগদের ব্যবহার কমাতেই এই সিদ্ধান্ত। যদিও সরকার আগেই ঘোষণা করেছে, ২৪ নভেম্বর মধ্যরাত পর্যন্ত পুরনো নোটে ট্রেনের টিকিট বুক করতে পারবেন যাত্রীরা।