২০০০-এর নোটে গোয়ায় বাজেয়াপ্ত দেড় কোটি টাকা, আটক ২
ABP Ananda, web desk | 08 Dec 2016 08:54 AM (IST)
পানাজি: নতুন ২০০০-এর নোটে ৭০ লক্ষ টাকা সহ বুধবার দুই ব্যক্তিকে আটক করল গোয়া পুলিশ। সব মিলিয়ে ২৪ ঘন্টায় গোয়ায় নতুন নোটে দেড় কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে বলে জানাল পুলিশ। পুলিশ সুপার কার্তিক কাশ্যপ জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে রমেশ নারভেকর এবং সিধু নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। একটি স্কুটারে করে তারা টাকা নিয়ে যাচ্ছিল। কাশ্যপ বলেছেন, এ ব্যাপারে আয়কর বিভাগকে জানানো হয়েছে এবং নতুন নোট ধৃতরা কোথা থেকে পেল, তা খতিয়ে দেখা হচ্ছে। রমেশ ও সিধুকেও জেরাও করা হচ্ছে। পুলিশ সুপার আরও জানিয়েছেন, বুধবার সকালে দক্ষিণ গোয়ার পোন্ডা এলাকায় অন্য একটি অভিযান চালিয়ে নতুন ২০০০-এর নোটে প্রায় ৩৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে। সবমিলিয়ে ২৪ ঘন্টায় নতুন নোটে গোয়া থেকে দেড় কোটি টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।