নয়াদিল্লি: গত বছরের নভেম্বরে নোট বাতিলের পর ভারতে ধনকুবেরের সংখ্যা কমল। সাম্প্রতিক তথ্য অনুযায়ী,  দেশে ১১ জন অতি ধনীর তালিকা থেকে  বাদ পড়েছে। তবে অতি ধনীদের মোট সম্পদের পরিমাণ কিন্তু আদৌ কমেনি। বরং তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
২৬ বিলিয়ন ডলারের মালিক মুকেশ আম্বানি এই তালিকার শীর্ষে রয়েছেন। হুরান গ্লোবাল রিচ লিস্ট ইন্ডিয়ার রিপোর্টে এ কথা জানা গেছে। রিপোর্ট অনুযায়ী, ১ বিলিয়ন ডলার বা তার বেশি সম্পদের মালিকের সংখ্যা এ দেশে ১৩২ জন। তাঁদের মোট সম্পদের পরিমাণ ৩৯২ বিলিয়ন ডলার।
রিপোর্ট অনুয়ায়ী, নোট বাতিলের পর অতি ধনীদের সংখ্যা কমলেও তাঁদের কাছে পূঞ্জীভূত সম্পদের পরিমাণ গত বছরের তুলনায়  ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এই তালিকায় প্রথম দশে আম্বানির পরই রয়েছে এসপি হিন্দুজা ও পরিবার। মোট সম্পদ ১৪ বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে দিলীপ সাংভি। মোট সম্পদ ১৪ বিলিয়ন ডলার। চতুর্থ স্থানে পালোনজি মিস্ত্রি। মোট সম্পদ ১২ বিলিয়ন ডলার। পঞ্চম লক্ষ্মী এন মিত্তাল (১২ বিলিয়ন ডলার), ষষ্ঠ শিব নাদার (১২ বিলিয়ন ডলার)। সপ্তম সাইরাস পুনাওয়ালা (১১ বিলিয়ন ডলার), অষ্টম আজিম প্রেমজি (৯.৭ বিলিয়ন ডলার), নবম উদয় কোটাক (৭.২ বিলিয়ন ডলার)। দশম স্থানে রয়েছে ডেভিড রিউবেন ও সাইমন রিউবেন (৬.২ বিলিয়ন ডলার)।
রিপোর্টে বলা হয়েছে, মুম্বইয়ে সবচেয়ে বেশি ৪২ জন, দিল্লিতে ২১, আমদাবাদে ৯ জন বিলিওনিয়ার থাকেন। মুম্বই সহ মহারাষ্ট্রে অতি ধনীর সংখ্যা ৫১ জন।