ওই দম্পতির নাম দক্ষা ও ভারত পারমার। নোট বাতিলের আগেই তাঁদের বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু নোট বাতিলের ফলে প্রশ্ন ওঠে, বিয়েতে জাঁকজমক হবে কী করে। দু’পক্ষের বাবা মায়ের হাতেই যথেষ্ট টাকা ছিল না। তাই তাঁরা ঠিক করেন, অভ্যাগতদের পাত পেড়ে খাইয়ে নয়, বিয়ে হবে শুধু চা, জল পরিবেশন করে। এভাবেই বিয়ের সম্ভাব্য খরচ কয়েক লাখ টাকা থেকে এক ধাক্কায় কমিয়ে তাঁরা বিয়ে করেছেন মাত্র ৫০০ টাকায়।
দক্ষা জানিয়েছেন, নোট বাতিলের আগে বিয়ের তারিখ ঠিক হয়ে যাওয়ায় তখন আর তাঁদের পিছিয়ে আসার উপায় ছিল না। অথচ ঘরে টাকাও নেই। ফলে বাধ্য হয়ে দুই পরিবার ঠিক করে, চা, জল দিয়েই আপ্যায়িত করা হবে বিয়েতে যোগ দিতে আসা অতিথিদের।
গত সপ্তাহেই কর্নাটকের ধনকুবের জনার্দন রেড্ডির মেয়ের ৫০০ কোটির বিয়ে নিয়ে কম হইচই হয়নি। প্রশ্ন উঠেছিল, গোটা দেশ যখন ব্যাঙ্ক আর এটিএমে লাইন দিতে ব্যস্ত, তখন রেড্ডি পরিবার এত টাকা জোগাড় করল কোথা থেকে। তার মধ্যেই এই ৫০০ টাকার সাদামাটা বিয়ে সাধারণের নজর কেড়ে নিয়েছে।