রায়পুর: কেন্দ্রীয় সরকার ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিল করে দেওয়ায় মাথায় হাত মাওবাদীদের। ছত্তিশগড়ে নকশাল অধ্যুষিত এলাকায় মাওবাদীদের হাতে জমা থাকা শত শত কোটি টাকা খরচ করতে পারছে না তারা। রাজ্য পুলিশ মনে করছে, শুধু বস্তার এলাকাতেই মাওবাদীদের হাতে অন্তত ৭,০০০ কোটি টাকা রয়েছে। কিন্তু বড় নোট বাতিল হয়ে যাওয়ায় সেই টাকা মুহূর্তে অদরকারি কাগজের স্তুপের চেহারা নিয়েছে তাদের কাছে।


কেন্দ্র নোট বাতিল করার পরেই বস্তারের ব্যাঙ্ক, এটিএম ও অন্যান্য আর্থিক সংস্থায় নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে ছত্তিশগড় পুলিশ। গোয়েন্দারা সতর্ক করছেন, নোট বাতিলের জেরে নকশালরা হামলা চালাতে পারে ব্যাঙ্ক, এটিএম, পোস্ট অফিসের মত আর্থিক প্রতিষ্ঠানে। ফলে রাজ্যের সব জেলায় নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে কড়াকড়ি করা হচ্ছে নকশাল অধ্যুষিত জেলাগুলিতে।

পুলিশ জানিয়েছে, মাওবাদীরা সাধারণ মানুষ ও সংস্থার কাছ থেকে কোটি কোটি টাকা নজরানা আদায় করে। তারপর গভীর জঙ্গলে লুকিয়ে রাখে সেই টাকা। নিজেদের কার্যকলাপে তা খরচ করে, বিলি করে দলীয় সদস্য ও সমর্থকদের মধ্যে। কিন্তু নোট বাতিল হয়ে যাওয়ায় আচমকা সমস্যায় পড়েছে তারা।

মাও অধ্যুষিত কোন্ডাগাঁও জেলায় এক ব্যক্তির কাছ থেকে হিসেব বহির্ভূত ৪৪.২৫ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। সবই ৫০০ আর ১,০০০ টাকার নোটে। তার কাছ থেকে ২ লাখ টাকার গয়নাও পাওয়া গিয়েছে।

এর আগে ২০১৪ সালে আর এক মাও অধ্যুষিত জেলা রাজনন্দগাঁওয়ে মাওবাদীদের একটি রসদ ভাণ্ডার থেকে পুলিশ উদ্ধার করে ২৯ লাখ টাকা।