বিমুদ্রাকরণ 'অ্যাডভেঞ্চার', কোনও প্রয়োজনই ছিল না, অর্থনীতি পতনের রাস্তায় যাচ্ছে, বললেন মনমোহন
Web Desk, ABP Ananda
Updated at:
23 Sep 2017 09:07 PM (IST)
মোহালি (পঞ্জাব): বিমুদ্রাকরণকে 'অ্যাডভেঞ্চার' আখ্যা দিয়ে তার জন্য দেশের অর্থনীতি 'পতনের রাস্তায়' যাচ্ছে বলে অভিমত জানালেন মনমোহন সিংহ। অর্থনীতি বা কৌশল, সব দিক থেকেই গত বছরের নোট বাতিলের আদৌ কোনও প্রয়োজন ছিল না
বলেও মনে করেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
তাঁকে নয়ের দশকের শুরুতে ভারতে চালু হওয়া অর্থনৈতিক উদারীকরণের স্থপতি বলা হয়। সেই নামী অর্থনীতিবিদ মনমোহনের দাবি, লাতিন আমেরিকার হাতে গোনা কয়েকটি দেশ ব্যতিক্রম। তাছাড়া কোনও সভ্য দেশে নোট বাতিলের পদক্ষেপ সফল হয়নি।
ইন্ডিয়ান স্কুল অব বিজনেস-এর লিডারশিপ সামিটে বিমুদ্রাকরণের সিদ্ধান্ত সঠিক কিনা, প্রশ্ন করা হলে ইউপিএ জমানার প্রধানমন্ত্রী বলেন, এই হঠকারী পদক্ষেপের অর্থনীতি বা কৌশলগত দিক থেকে দরকার ছিল বলে মনেই করি না।
গত বছরের ৮ নভেম্বর আচমকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া হয়। মনমোহন বলেন, এই প্রক্রিয়ায় এক ধাক্কায় প্রায় ৮৬ শতাংশ নোট বাজার থেকে তুলে নেওয়া হয়। এর ফল হতে বাধ্য, যা আমরা সবাই এখন দেখতে পাচ্ছি।
তিনি এও বলেন, কয়েক মাস আগে বিমুদ্রাকরণের জেরে আমি যেমন আশঙ্কা প্রকাশ করেছিলাম, সেরকমই অর্থনীতির গতি শ্লথ হয়ে পড়েছে। নোট বাতিলের সঙ্গে চালু হয়েছে জিএসটি। দীর্ঘমেয়াদে জিএসটি ভাল হতে পারে। কিন্তু স্বল্পমেয়াদে অনেক বাধা তৈরি হয়, যেগুলি দূর করতে হবে। সব মিলিয়ে অর্থনীতি পতনের পথে যাচ্ছে।
তিনি এও বলেন, জিডিপি বৃদ্ধির হার চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের তুলনায় ২০১৬-১৭ বর্ষের শেষ ত্রৈমাসিকে অনেক বেশি ছিল।
দাবি করেন, আমরা শাসনে থাকাকালে দেশে বিনিয়োগের হার ছিল ৩৫-৩৭ শতাংশ, কিন্তু এখন তা ৩০ শতাংশেরও কম। বিশেষ করে বেসরকারি বিনিয়োগ বাড়ছে না।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -