গুয়াহাটি: তাঁর সরকারের নেওয়া প্রতিটি সিদ্ধান্তের পাশে তাঁরা আছেন বলে দাবি করে সেজন্য ১২৫ কোটি দেশবাসীকে ধন্যবাদ দিলেন নরেন্দ্র মোদী।
কেন্দ্রে তাঁর সরকারের তৃতীয় বর্ষপূর্তিতে শুক্রবার গুয়াহাটিতে এক জনসভায় প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বিমুদ্রাকরণ প্রসঙ্গও তোলেন।
বলেন, নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া তাঁর পক্ষে খুবই কঠিন ছিল। বিরোধী রাজনৈতিক নেতারা মানুষকে খেপিয়ে, তাতিয়ে তোলার চেষ্টা করেছেন। কিন্তু মানুষ নোট বাতিল সমর্থন করেছেন। তাঁদের আশীর্বাদেই আমার সরকার যাবতীয় সমস্যা কাটিয়ে উঠেছে।
তিনি আরও বলেন, কঠিন সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও আমাদের প্রতি সমর্থন বেড়েছে। মানুষ এখন বদলটা দেখতে পাচ্ছেন।
প্রধানমন্ত্রী জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কালো টাকার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে ঠিক হয়। দুর্নীতিবাজদের থেকে বাজেয়াপ্ত অর্থ গরিব পাবে। আমি এতে সমস্যায় পড়ব জানি, কিন্তু দ্বিধা করব না কেননা, মানুষকে কথা দিয়েছি, কালো টাকা ফেরাবই।
নোট বাতিল কঠিন সিদ্ধান্ত, তবে সমর্থন করেছেন মানুষ, বললেন মোদী
Web Desk, ABP Ananda
Updated at:
26 May 2017 08:55 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -