লখনউ: নোট বাতিলের ফলে আসন্ন উত্তরপ্রদেশ নর্বাচনে লাভবান হবে বিজেপি। দলের জাতীয় সম্পাদক মহেন্দ্র সিংহের দাবি, রাজ্যে আগামী সরকার গঠন করবে তাঁর বিজেপি-ই।


রবিবার সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সিংহ বলেন, কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্ত উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলবে। তবে, এতে সাধারণ মানুষের কোনও সমস্যা নেই। সমস্যায় পড়বেন দুর্নীতিগ্রস্ত নেতা, আধিকারিক এবং শিল্পপতিদের।


মহেন্দ্র সিংহের মতে, এটা (নোট বাতিল) একটা বড় সিদ্ধান্ত। দেখে মনে হচ্ছে, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি বিপদে পড়েছে। তিনি মনে করিয়ে দেন, জনতা সবকিছুর ওপরই নজর রাখছে।


বিজেপি নেতার দাবি, উত্তরপ্রদেশে তাঁর দলের ভোটব্যাঙ্ক অনেকটাই বেড়েছে। বিজেপির ‘পরিবর্তন র....’-তে বিপুল জনসমর্থনই তার প্রমাণ। তিনি বলেন, আগামী নির্বাচনে বিজেপির ক্ষমতায় আসাকে কেউ রুখতে পারবে না।


মহেন্দ্র জানান, লোকসভা নির্বাচনের আগে করা কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি পালন করতেই যে বিজেপি এই সিদ্ধান্ত নিয়েছে, তা মানুষ বিলক্ষণ জানেন।


তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে। তিনি বলেন, সপা ও বসপা-নেতৃত্বাধীন সরকারের ওপর মানুষ বীতশ্রদ্ধ। এই দুই সরকারের আমলে চারদিকে দুর্নীতি ও অপরাধ বেড়ে গিয়েছে। এখন মানুষ উন্নয়ন চায়। তাঁরা বুঝেছেন, এক্ষেত্রে বিজেপি-ই একমাত্র বিকল্প।


তাঁর মতে, জাতীয় স্বার্থে নিরন্তর সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে বিজেপি। সেখানে অন্যান্য দলগুলিকে স্রেফ নির্বাচনের সময় দেখা যায়।