নয়াদিল্লি: নোটবাতিলের পর জমা পড়া যাবতীয় ৫০০ ও ১০০০ টাকার নোট কুচি কুচি করে টুকরো করে তা দিয়ে মন্ড পাকানো হয়েছে। জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপর তা তোলা হয় নিলামে।

আরবিআই জানিয়েছে, গত বছর ৩০ জুন পর্যন্ত জমা পড়া ৫০০ ও ১০০০ টাকার নোটের মোট মূল্য ১৫.২৮ ট্রিলিয়ন। সব নোট গুনে গেঁথে, যাচাই করার পর তা রিজার্ভ ব্যাঙ্কের বিভিন্ন অফিসে টুকরো টুকরো করে মন্ড পাকানো হয়েছে। তারপর তা তোলা হয় নিলামে।

এ জন্য আরবিআইয়ের বিভিন্ন শাখায় বসানো হয় অন্তত ৫৯টি কারেন্সি ভেরিফিকেশন অ্যান্ড প্রসেসিং মেশিন। দেখা হয়, নোট খাঁটি কিনা।

২০১৬-র ৮ নভেম্বর কালো টাকার রমরমা বন্ধ করা, দুর্নীতি দমন ও জঙ্গিদের বাড়বাড়ন্ত বন্ধ করার লক্ষ্যে বাজার চলতি ৫০০ ও ১০০০ টাকার নোট আচমকা বাতিল করে দেয় কেন্দ্র। গত বছর ৩০ অগাস্ট আরবিআই যে রিপোর্ট পেশ করে তাতে দেখা যায় বাতিল নোটের ৯৯ শতাংশ ব্যাঙ্কিং ব্যবস্থায় ফিরে এসেছে।