তিরুপতি: অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে বিখ্যাত ভেঙ্কটেশ্বর মন্দিরে হুন্ডিতে এখনও কোটি কোটি টাকার বাতিল নোট জমা পড়ছে। মঙ্গলবার পর্যন্ত গত ১১ দিনে ১.৭ কোটি টাকা মূল্যের ৫০০ ও ১০০০ টাকার নোট জমা পড়েছে। গত ৩১ ডিসেম্বর সর্বাধিক ৪৪ লক্ষ টাকার বাতিল নোট জমা পড়ে।
মন্দিরের এক আধিকারিক বলেছেন, ‘ব্যাঙ্ক বা পোস্ট অফিসে বাতিল নোট জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০ ডিসেম্বর। এর পরের দিনই সবচেয়ে বেশি বাতিল নোট জমা পড়ে মন্দিরে। এখনও নতুন নোটের পাশাপাশি বাতিল হয়ে যাওয়া নোট জমা পড়া আশ্চর্যজনক।’
প্রতি বছর ভেঙ্কটেশ্বর মন্দিরে সারা বিশ্ব থেকে গড়ে ২.৬ কোটি ভক্ত আসেন। তাঁরা প্রত্যেকেই হুন্ডিতে বিপুল অর্থ ও অলঙ্কার দান করেন। গত বছর অন্তত এক হাজার কোটি টাকা জমা পড়েছে। নতুন ইংরাজি বছরের প্রথম দিন জমা পড়েছে ৩১ লক্ষ টাকা। তবে জমা পড়া বাতিল নোটের ভবিষ্যৎ কী, সে বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ মন্দির কর্তৃপক্ষ।
তিরুপতিতে ভেঙ্কটেশ্বরের হুন্ডিতে জমা পড়ছে কোটি কোটি টাকার বাতিল নোট
Web Desk, ABP Ananda
Updated at:
11 Jan 2017 09:28 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -