তামিলনাড়ু থেকে উদ্ধার হল ১ কোটি টাকা মূল্যের বাতিল নোট, গ্রেফতার ৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Jul 2017 03:06 PM (IST)
কোয়েম্বাটুর: তামিলনাড়ু থেকে পুরনো নোটের বান্ডিল সহ গ্রেফতার হল ৩ জন। এদের কাছ থেকে বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়েছে। বাতিল হওয়ার আগে এই নোটের অর্থমূল্য ছিল ১ কোটি টাকা। তিরুপুর জেলার সোলিপালায়াম এলাকায় একটি পার্ক করা গাড়ি থেকে ওই নোট উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে রাস্তায় গাড়ি পরীক্ষার সময় এই ঘটনা ঘটেছে। গাড়িতে থাকা ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল রামস্বামী, সেন্থিলকুমার ও মহম্মদ সুলেমান। বিচারক তাদের ১৫ দিন হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।