জয়পুর: কালো টাকা উদ্ধারে নরেন্দ্র মোদীর ৫০০, ১০০০ টাকার নোট বাতিল করার ঘোষণাকে স্বাগত জানিয়ে ‘সাহসী’ আখ্যা দিলেন বাবা রামদেব। যোগগুরু আজ এখানে এক অনুষ্ঠানে বলেছেন, এটা বিরাট সিদ্ধান্ত নরেন্দ্র মোদীর। আগামী দিনে সূদুরপ্রসারী প্রভাব পড়বে এর। এতে আর্থিক অপরাধ কমবে, তাছাড়া নকশালদের সম্পদের উত্সও বন্ধ হয়ে যাবে। রামদেবের মন্তব্য, এটা সামান্য কোনও বদল নয়, আমূল রূপান্তরের দিশা রয়েছে এর মধ্যে।


ভবিষ্যতে আর কখনও ৫০০, ১০০০ টাকার নোট বাজারে না ছাড়তেও সরকারকে আবেদন করেন রামদেব। দরকার হলে সরকারকে ওই অঙ্কের নোট অল্প সংখ্যায় ছাড়ার পরামর্শ দিয়েছেন তিনি।

রিজার্ভ ব্যাঙ্কের এক রিপোর্টের উল্লেখ করে  রামদেব জানান, ২০১৬-র ২৮ অক্টোবর পর্যন্ত  মোট যত নোট ছাপা হয়েছে, তার ৮৬ শতাংশই ৫০০ ও ১০০০ টাকার। ১৫ লক্ষ কোটি টাকা অর্থমূল্যের এ ধরনের নোট বাজারে রয়েছে।