নোট বাতিল: ডিজিটাল লেনদেনের জন্য বিনামূল্যে মোবাইল বিলির পরিকল্পনা অন্ধ্র সরকারের
ABP Ananda, web desk | 25 Nov 2016 01:03 PM (IST)
হায়দরাবাদ: নোট বাতিলের জেরে নগদে টান পড়ায় সমস্যায় সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এই অবস্থায় ক্যাশলেস ট্রানজাকশনে গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। অন্ধ্রপ্রদেশ সরকার এ ব্যাপারে বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা ভাবছে। চলতি নগদ সমস্যার সমাধানে ক্যাশলেস ট্রানজাকশনের সুবিধা পৌঁছে দিতে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া লোকজনকে বিনামূল্য মোবাইল দেওয়ার পরিকল্পনা নিচ্ছে অন্ধ্রের চন্দ্রবাবু নাইডু সরকার। গতকাল বিজয়ওয়াড়া রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিক ও ব্যাঙ্ক আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই প্রস্তাব পেশ করেন। তিনি বলেন, ডিজিটাল লেনদেনের জন্য প্রত্যেকের কাছে মোবাইল থাকা প্রয়োজন। এই পদ্ধতি রূপায়ণের জন্য সরকার মোবাইল ফোন বিলি করবে।