নয়াদিল্লি: টাকার আকাল। বেশির ভাগ এটিএম-এরই ঝাঁপ বন্ধ। অথবা দরজায় লেখা ‘নো ক্যাশ’। কোথাও যদিও বা মিলছে টাকা, সবই ২০০০-এর নোট। সেই ২০০০-এর নোট খুচরো করা নিয়ে আরেক ঝঞ্ঝাট। নোট সমস্যায় জেরবার সাধারণ মানুষ। টাকা পাওয়ার জন্য অভিনব উপায়ে প্রার্থনা জানালেন দিল্লির জগতপুরী এলাকার বাসিন্দারা।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর নোট বাতিলের ঘোষণার পর থেকেই ওই এলাকার স্টেট ব্যাঙ্কের এটিএমটি বন্ধ রয়েছে। তাড়াতাড়ি যাতে এটিএমটি খোলে এবং সেটিতে টাকা ঢোকে, তাই এটিএম মেশিনকেই ফুল, চন্দন দিয়ে পুজো করলেন ভোলা নামে এক স্থানীয় বাসিন্দা। তিনি জানিয়েছেন, টাকা না পেয়ে বিরক্ত সেখানকার মানুষজন। ভোরবেলা, মাঝরাতেও টাকার খোঁজে এটিএমমুখী হচ্ছে মানুষ।
প্রসঙ্গত, কেরলেও সম্প্রতি এরকমভাবেই প্রতিবাদ দেখান টাকা তুলতে আসা মানুষজন। টাকা না পেয়ে এটিএম-এর শাটার বন্ধ করে দেন তাঁরা। দরজার বাইরে লিখে টাঙিয়ে দেন- অকালমৃত্যুতে শোকাহত।
নোট বাতিল: টাকা না পেয়ে এটিএমকেই পুজো
Web Desk, ABP Ananda
Updated at:
05 Dec 2016 03:25 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -