নয়াদিল্লি: গত বছর নোট বাতিলের পরেই কোটি কোটি টাকা লেনদেনের ব্যাখ্যা দিতে না পারায় সংশোধিত কোম্পানি আইন অনুসারে কয়েকশো ভুয়ো সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। কর্পোরেট বিষয়ক মন্ত্রক সূত্রে এমনই খবর। জানা গিয়েছে, এই সংস্থাগুলি ব্যাঙ্কে কোটি কোটি টাকা জমা দিয়েছিল বা তুলেছিল। এই লেনদেন সঙ্গতিপূর্ণ নয়। সেই কারণেই সংশ্লিষ্ট সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সরকার। অন্তত ২ লক্ষ সংস্থা গত তিন বছরের লেনদেনের হিসেব জমা দেয়নি। এই সংস্থাগুলির রেজিস্ট্রেশন বাতিল করা হতে পারে।
নতুন আইন অনুযায়ী, ভুয়ো লেনদেনের ক্ষেত্রে ৩ থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। যে সংস্থাগুলি লেনদেন গোপন রাখবে, তাদেরই ভুয়ো সংস্থা হিসেবে বিবেচনা করা হবে। এই ধরনের সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
কর্পোরেট বিষয়ক মন্ত্রক ও রাজস্ব বিভাগ একসঙ্গে ভুয়ো সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার পাশাপাশি ভুয়ো সংস্থাগুলির ডিরেক্টররা যাতে প্রথমসারির সংস্থাগুলির বোর্ডে না থাকতে পারেন, সে জন্য তাঁদের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে।
আয়কর বিভাগের এক আধিকারিক বলেছেন, ‘প্রাথমিকভাবে সরকারের সন্দেহ, নোট বাতিলের পর বিপুল অর্থ জমিয়ে রাখার জন্য ভুয়ো সংস্থাগুলিকে ব্যবহার করা হয়েছিল। পরে সেই অর্থ তুলে নেওয়া হয়। আয়কর বিভাগ প্রাথমিকভাবে জানতে পেরেছে, ৬ হাজারের কম সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ৪,৬০০ কোটি টাকা লেনদেন হয়েছে। এই সংস্থাগুলির মধ্যে কয়েকটির ৯০০টিরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল। অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বেআইনি নয়। কিন্তু সেখানে যে টাকা জমা দেওয়া হচ্ছে, তার উৎস জানাতে হবে।’
নোট বাতিলের পর সন্দেহজনক লেনদেন: কয়েকশো ভুয়ো সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে
Web Desk, ABP Ananda
Updated at:
23 Oct 2017 09:22 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -