বারাণসী:  নোট বাতিলের ফলে মারাত্মক ভাবে ধাক্কা খেয়েছে ভারতীয় অর্থনীতি। গত একমাসে ভারতে সাংঘাতিক মাত্রায় বেড়েছে বেকারত্ব, মত কংগ্রেস নেতা শাকিল আহমেদ।

কংগ্রেস নেতার দাবি, দেশের আমজনতা এই সিদ্ধান্তে খুশি নয়। দেশের সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ ব্যাঙ্কের বা এটিএম-এর লাইনে দাঁড়াতে হচ্ছে। এমনকি মানুষ ব্যাঙ্ক থেকে তাঁদের নিজেদের গচ্ছিত অর্থ তুলতে পর্যন্ত পারছে না। টাকা তোলার সীমা পর্যন্ত বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন সময় সরকারের নানা সিদ্ধান্তে নাজেহাল আমজনতা। বহু মানুষের লাইনে দাঁড়িয়ে মৃত্যু পর্যন্ত হয়েছে। সেই সমস্ত মৃত ব্যক্তির পরিবার পিছু ক্ষতিপূরণ দাবি করেছে কংগ্রেসের এই নেতা।

কংগ্রেস নেতার আর্জি বিজেপিকে শিক্ষা দিতে সাধারণ মানুষের উচিত্ বিজেপিকে ভোট না দেওয়া।

শাকিল আহমেদের অভিযোগ মোদী সরকার সাধারণ মানুষের কথা ভেবে নয়, শিল্পপতিদের কথা ভেবে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তাঁর দলের সুরে শাকিল আহমেদেরও একই অভিযোগ, নোট বাতিলের সিদ্ধান্তের ঘোষণার আগে থেকেই এসম্পর্কে জানত বিজেপি নেতারা। পরিস্থিতি বুঝে তাঁরা তাঁদের কালো টাকা জমি কিনে, ব্যাঙ্কে জমা দিয়ে সাদা করে নিয়েছে।