নয়াদিল্লি: দেশজুড়ে ভোগান্তির জের। বাধ্য হয়ে এটিএম ও ব্যাঙ্ক থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ানোর নির্দেশ দিল কেন্দ্র। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ানোর নির্দেশ সব ব্যাঙ্কগুলিকে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। নির্দেশ অনুযায়ী, প্রতিদিন এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা ২০০০ থেকে ২৫০০ টাকা করা হল। পাশাপাশি বাড়ানো হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমাও। তুন নির্দেশানুসারে, ব্যাঙ্কে গিয়ে ১০ হাজার টাকা তোলার দৈনিক ঊর্ধ্বসীমাও তুলে দেওয়া হল। একইসঙ্গে সপ্তাহে ঊর্ধ্বসীমাকে ২০ হাজার থেকে ২৪ হাজার করা হয়েছে। ঊর্ধ্বসীমা বৃদ্ধি করা হয়েছে পুরনো নোট দিয়ে নতুন নোট বদলের ক্ষেত্রেও। আগে হাতেনাতে নোট বদলের ঊর্ধ্বসীমা ছিল ৪ হাজার টাকা। এখন তা বেড়ে হয়েছে ৪৫০০ টাকা।