বান্দা (উত্তরপ্রদেশ): সংবাদমাধ্যমে এ নিয়ে যতই হইচই হোক, গরিবের প্রতি সরকারি হাসপাতালের সংবেদনশীলতার অভাব এখনও আগের মতই। উত্তরপ্রদেশের বান্দা জেলায় এক পরিবারকে এবার পরিজনের দেহ রিকশায় করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসতে হল।

রাম আশ্রয় নামে ৪৪ বছরের ওই ব্যক্তির দেহ উদ্ধার হয় গতকাল, আতরা রেল স্টেশনের রেল লাইনের পাশ থেকে। কিন্তু কোনও অ্যাম্বুলেন্স না মেলায় আত্মীয়রা তাঁর দেহ রিকশায় চড়িয়ে ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে বাধ্য হন।

হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসারের দাবি, আশ্রয়ের পরিবারের লোকেরা অ্যাম্বুলেন্সের জন্য কোনও আবেদন করেননি। তবে ময়নাতদন্তের পর অ্যাম্বুলেন্স এমনিতেই দেওয়া হবে।

গত মাসে কৌশাম্বিতে ৭ বছরের এক শিশুকন্যার দেহ বাইসাইকেলে বেঁধে নিয়ে আসতে বাধ্য হন তার কাকা। তিনিও অ্যাম্বুলেন্স পাননি।

মে মাসেও এটাওয়ার এক শ্রমিক তাঁর ১৫ বছরের ছেলের দেহ কাঁধে নিয়ে হাঁটতে বাধ্য হন। সে ক্ষেত্রেও অ্যাম্বুলেন্স মেলেনি তাঁর।