চেন্নাই: কাজের মারাত্মক চাপ। তার ওপর ছুটির আবেদন নাকচ। মানসিবভবে বিধ্বস্ত হয়ে পড়ে আত্মঘাতী হলেন এক কনস্টেবল। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে।


সংবাদসংস্থা সূত্রে খবর, মৃত পুলিশকর্মীর নাম গোপীনাথ। তিনি তামিলনাড়ু পুলিশের সশস্ত্র বাহিনীতে কর্মরত ছিলেন। পোস্টং ছিল চেন্নাইয়ের পরঙ্গীমলাইতে।


জানা গিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেছিলেন গোপীনাথ। কিন্তু, তা নাকচ হওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।


শনিবার রাতে ডিউটি থেকে ফিরে নিজের সার্ভিস রাইফেল দিয়ে আত্মঘাতী হন এই কনস্টেবল। গুলির আওয়াজ শুনে অন্যান্য পুলিশকর্মীরা ছুটে গিয়ে দেখেন গোপীনাথের মাথা দিয়ে রক্ত ঝরছে।


মৃত কনস্টেবলের সহকর্মীরা জানান, কাজের চাপে বেশ কিছুদিন ধরেই মানসিক চাপে ছিলেন তিনি। তারওপর ছুটির আবেদন নাকচ হওয়ায় ভীষণই ভেঙে পড়েন।


ওই সহকর্মীরা জানান, তাঁরা সকলেই বড় স্বপ্ন নিয়ে পুলিশে যোগ দিয়েছিলেন। অভিযোগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কখনই তাঁদের কথা শুনতেন না।


এমনকী, তাঁরা এ-ও জানান, অফিসারদের গৃহস্থ কাজ করতে তাঁদের বাধ্য করানো হত। গোপীনাথের সহকর্মীরা জানান, বহুক্ষেত্রে তাঁদের দিয়ে ডবল শিফটও করানো হত।