আগরতলা: আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী না হতে পেরে দল থেকে পদত্যাগ করলেন ত্রিপুরার প্রাক্তন বিজেপি সভাপতি রণজয় কুমার দেব। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ত্রিপুরার বিজেপি সভাপতি ছিলেন রণজয়। তিনি দলের বর্তমান রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেবকে চিঠি লিখে বলেছেন, ‘দল যখন আমাকে ৫৫ বাগবাসা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেনি, আমি দল থেকে পদত্যাগ করছি।’


ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে ৬০টি আসনের মধ্যে এবার ৫১টি আসনে প্রার্থী দিচ্ছে বিজেপি। বাকি ৯টি আসনে প্রার্থী দেবে বিজেপি-র জোটসঙ্গী আইপিএফটি। বাগবাসা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন প্রদীপকুমার নাথ।

এর আগে ১৯৯৩, ১৯৯৮ ও ২০০৩ সালের বিধানসভা নির্বাচনে কদমতলা ও বাগবাসা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন রণজয়। কোনওবারই তিনি জিততে পারেননি। এবার টিকিট না পেয়ে তিনি অন্য কোনও দলে যোগ দেন কি না, সেটা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

অন্যদিকে, মেঘালয়েও আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থীপদ নিয়ে বিজেপি-তে অসন্তোষ দেখা দিয়েছে। টিকিট না পেয়ে প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশিত হওয়ার পরেই দল ছেড়েছেন রাজ্য বিজেপি সভাপতি শিবুন লিংডোর বোন ভায়োলেট লিংডো। তিনি নিজের সমর্থকদের নিয়ে ন্যাশনাল পিপল’স পার্টিতে (এনপিপি) যোগ দিয়েছেন। ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। তার আগে ভায়োলেট দলে যোগ দেওয়ায় খুশি এনপিপি প্রধান কনরাড পি সাংমা।