দেহরাদুন: উত্তরাখন্ড বিধানসভা নির্বাচনের টিকিট বন্টন ঘিরে কংগ্রেসের গোষ্ঠীবিবাদ প্রকাশ্যে। রবিবার বিধানসভা নির্বাচনে ৬৩ জনের প্রার্থীতালিকা বেরতেই টিকিট-প্রত্যাশীরা তাতে নিজেদের নাম না দেখে দলীয় কার্যালয়ে চড়াও হয়ে ভাঙচুর চালায়। তাদের রোষের নিশানায় মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। রাজপুর রোডের দলীয় অফিসে রাওয়াতের পোস্টার ছিঁড়ে ক্ষোভ উগরে দেয় কংগ্রেসের দুই নেতা অয়েন্দ্র শর্মা ও নবীন বিস্তের সমর্থকরা। রাজ্য কংগ্রেস সভাপতি কিশোর উপাধ্যায়ের পোস্টারও ছিঁড়ে দেয় তারা।
শর্মার পরিবর্তে কেন সাহসপুর কেন্দ্রে উপাধ্যায়কে, ক্যান্টনমেন্ট আসনে বিস্তের বদলে সূর্যকান্ত ধামসানাকে টিকিট দেওয়া হয়েছে, এটাই তাদের রাগের কারণ।
যদিও ভাঙচুরের ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা করেছেন উত্তরাখন্ড কংগ্রেস সভাপতি। তাঁর মন্তব্য, রাগের মাথায় এমন হয়েই থাকে। ভাঙচুর করা কর্মীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না।
গতকাল রাতে নয়াদিল্লিতে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর পৌরহিত্যে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকেই প্রার্থীতালিকা ঠিক হয়।
১৫ ফেব্রুয়ারি ৭০টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে উত্তরাখন্ডে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
উত্তরাখন্ডে টিকিট না পেয়ে কংগ্রেস দপ্তরে ভাঙচুর বিক্ষুব্ধদের, ছেঁড়া হল রাওয়াতের পোস্টার
web desk, ABP Ananda
Updated at:
22 Jan 2017 08:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -