দাসানা (উত্তরপ্রদেশ): জেল থেকে মুক্তি পাবেন সোমবার। কিন্তু, তার আগেই দাসনা জেলে ফিরে আসার প্রতিশ্রুতি দিলেন তলোয়ার-দম্পতি! তবে, থাকতে নয়। অন্য জেলবন্দিদের চিকিৎসা করতে।
আরুষি হত্যা মামলায় গত সপ্তাহে এলাহাবাদ হাইকোর্ট থেকে বেকসুর খালাস হয়েছেন নিহতের বাবা-মা রাজেশ ও নূপুর তলোয়ার। সোমবারই সম্ভবত বন্দিদশা থেকে মুক্তি পাবেন তলোয়ার-দম্পতি।
এর আগে একমাত্র মেয়ে সহ জোড়া হ্ত্যার দায়ে দোষী সাব্যস্ত করে এই দন্তচিকিৎসক-দম্পতিকে যাবজ্জীবন সাজা দিয়েছিল নিম্ন আদালত। ২০১৩ সালের নভেম্বর মাস থেকে গাজিয়াবাদের দাসানা জেলে বন্দি রয়েছেন দুজন।
জেল সূত্রে জানা গিয়েছে, জেল হাসপাতালের অকেজো হয়ে পড়া দন্ত-বিভাগের দায়িত্ব নেন তাঁরা। অন্য বন্দিদের দাঁতের চিকিৎসা শুরু করেন। প্রায় বিগত ৪ বছর ধরে জেলের বহু বন্দিদের চিকিৎসা করেছেন রাজেশ ও নূপুর।
এক জেল আধিকারিক জানান, এই সময়ে কয়েক হাজার বন্দি তলোয়ার-দম্পতির কাছে এসে দাঁতের চিকিৎসা করিয়েছে। আর শুধু বন্দিরাই নয়, বহু জেল আধিকারিক, পুলিশকর্মী ও তাঁদের পরিবারের চিকিৎসাও করে এসেছেন তলোয়ার-দম্পতি।
এর এটাই চিন্তার কারণ জেল আধিকারিকদের। তাঁদের প্রশ্ন, তলোয়ার-দম্পতি মুক্তি পেলে কে নেবে এই দায়িত্ব? জেল আধিকারিকদের আশঙ্কা, ফের হয়ত অকেজো হয়ে পড়বে হাসপাতালের দন্ত-বিভাগ।
যদিও, রাজেশ ও নূপুর এই আশঙ্কাকে দূর করেছেন। তাঁরা আশ্বাস দিয়েছেন, প্রতি ১৫ দিন অন্তর দুজনে দাসানা জেলে এসে বন্দিদের চিকিৎসা করবেন।
বন্দিদের দাঁতের চিকিৎসা করতে প্রতি ১৫ দিন অন্তর জেলে আসবেন, আশ্বাস তলোয়ার-দম্পতির
Web Desk, ABP Ananda
Updated at:
15 Oct 2017 04:36 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -