নয়াদিল্লি: বাতিল ৫০০ ও হাজারের নোট ব্যাঙ্কে জমা করার দিন যত এগিয়ে আসছে ততই টাকা জমা দেওয়া সংক্রান্ত না না নিয়ম বলবৎ করছে কেন্দ্র ও আরবিআই। গতকাল আরবিআইয়ের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, ৩০ ডিসেম্বর পর্যন্ত পুরনো পাঁচশো বা হাজারের নোটে একেবারেই ৫ হাজার টাকার বেশি জমা করা যাবে।তার আগে ব্যাঙ্ককে সন্তোষজনক ব্যাখ্যা সহ জানাতে হবে কেন এতদিন টাকা জমা করা হয়নি। একই নিয়ম লাগু হবে একাধিকবার টাকা জমা দেওয়ার ক্ষেত্রেও।
এরপর অর্থমন্ত্রী অরুণ জেটলি সেই নির্দেশিকা সামান্য পরিবর্তন করে জানান, কেউ যদি একবারেই ব্যাঙ্কে পাঁচ হাজারের বেশি টাকা পুরনো ৫০০ ও হাজারের নোটে জমা করেন, তাহলে তাঁকে কোনও জিজ্ঞাসাবাদ করা হবে না। জিজ্ঞাসাবাদ এড়াতে, গ্রাহকদের সুবিধার কথা ভেবেই এই পদক্ষেপ জানান অর্থমন্ত্রী।
জেটলি জানান, এই ছাড় আমজনতার কথা ভেবেই আনা হয়েছে। ব্যবসায় বহু মানুষ লেনদেন করতে পারছেন না, পুরনো নোট থাকার জন্যে। তাঁরা একেবারে গিয়ে সেই টাকা জমা করতে পারবেন। এছাড়াও ব্যাঙ্কে পুরনো নোট জমা দেওয়ার লম্বা লাইন এড়াতেও এই পদক্ষেপ খুব উপকারে লাগবে বলে মনে করেন অর্থমন্ত্রী।
তবে যদি কেউ প্রতিদিন বেশি মূল্যের টাকা ব্যাঙ্কে গিয়ে জমা করেন, তাহলে তাঁকে সন্দেহবশত অবশ্যই প্রশ্ন করা হবে। তাই আমজনতাকে অর্থমন্ত্রীর অনুরোধ, তাঁদের কাছে এইমুহূর্তে যত পুরনো ৫০০ ও ১০০০ নোট আছে, সেটা ব্যাঙ্কে গিয়ে একেবারেই যেন তাঁরা জমা করে দেন।
এই সংক্রান্ত আরও খবর জানতে ক্লিক করুন এখানে
এখন ব্যাঙ্কে একবারই ৫ হাজারের বেশি পুরনো নোট জমা: আরবিআই
জিজ্ঞাসাবাদ এড়াতে সমস্ত বাতিল নোট একেবারেই জমা দিন:জেটলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Dec 2016 02:45 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -