পুত্রসন্তান না হওয়ায় তিন বাচ্চা মেয়েকে নিয়ে কুয়োয় ঝাঁপ মহিলার, সবচেয়ে ছোটটি দু মাসের!
Web Desk, ABP Ananda | 16 Feb 2018 03:56 PM (IST)
বেঙ্গালুরু: পুত্রসন্তান না হওয়ায় নাকি মনোকষ্টে ভুগছিলেন। তিন নাবালক মেয়েকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা। পুলিশ জানিয়েছে, বেঙ্গালুরু থেকে প্রায় ১০০ কিমি দূরে চিক্কাবাল্লাপুরা জেলার হনুমন্তাপুরা গ্রামে গতকাল সকালে তিন মেয়ে ৫ বছরের নব্যশ্রী, তিন বছরের দিব্যশ্রী ও মাত্র দু মাসের ছোট মেয়েকে নিয়ে কুয়োয় ঝাঁপ দেন নাগশ্রী। বাড়ির কাছেই চাষের জমি। তিনটি বাচ্চাকে নিয়ে সেখানে গিয়ে এই পদক্ষেপ করেন ২৫ বছরের ওই মহিলা। ছেলে না হওয়ায় কখনও নাগশ্রীর ওপর পেশায় দিনমজুর স্বামী বা শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন হয়নি, পুত্রসন্তানের জন্ম দিতে না পারায় তিনি নিজেই মনমরা হয়ে থাকতেন বলে জানিয়েছে পুলিশ। তৃতীয় সন্তানটিও মেয়ে হওয়ার পর তিনি চরম হতাশায় ডুবে যান।