পোর্ট ব্লেয়ার: তুমুল বৃষ্টি। ঝোড়ো হাওয়া। উত্তাল সমুদ্র। প্রবল দুর্যোগে কবলে আন্দামান! চরম আতঙ্কে আন্দামানে আটকে থাকা রাজ্যের পর্যটক ও তাঁদের পরিজনরা। এই পরিস্থিতির উন্নতি তো দূরের কথা, উল্টে গোদের উপর বিষফোঁড়া!
বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘ভরদা’-য়। এখন পোর্ট ব্লেয়ারের কাছে রয়েছে ঘূর্ণিঝড়টি। যার জেরে তুমুল বর্ষণে বিপর্যস্ত আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘ভরদা’-র অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে।






 



১২ ডিসেম্বর সেটি অন্ধ্রের নেল্লোর ও কাকিনাড়া অতিক্রম করবে। এই মুহূর্তে ‍আন্দামানে আটকে পড়েছেন প্রায় ১৪০০ জন পর্যটক। যাঁদের মধ্যে রাজ্যের ৬০০ জন। পরিস্থিতির দিকে নজর রাখছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ট্যুইটারে জানিয়েছেন, আন্দামান নিকোবরের উপ রাজ্যপালের সঙ্গে কথা হয়েছে। আটকে পড়া পর্যটকরা নিরাপদে আছেন। তাঁদের উদ্ধারের সবরকম চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। ঘূর্ণিঝড়ের দাপট কমলেই, উদ্ধারকাজ শুরু হবে। আটকে পড়া পর্যটকদের পরিবারের লোকজনের আতঙ্কিত হওয়ার কারণ নেই।
পর্যটকদের উদ্ধারের জন্য প্রস্তুত নৌবাহিনীর চারটি জাহাজ। নৌবাহিনীর তরফে ট্যুইটারে জানানো হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পোর্ট ব্লেয়ার এবং সংলগ্ন দ্বীপপুঞ্জে একটানা তুমুল বৃষ্টি হচ্ছে। ঝোড়ো হাওয়ার দাপট রয়েছে, উত্তাল সমুদ্র। ফলে উদ্ধারকাজে গিয়েও পোর্ট ব্লেয়ারে দাঁড়িয়ে নৌবাহিনীর জাহাজ। আবহাওয়ার উন্নতি হলেই শুরু হবে উদ্ধারকাজ। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তবে এরই মধ্যে হ্যাভলক ও নীল দ্বীপে উদ্ধারকারীদের কপ্টার দেখা গিয়েছে বলে জানিয়েছেন রাজ্যের এক আটকে পড়া পর্যটক। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হবে ঘূর্ণিঝড় ভরদা। যার জেরে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ।