নয়াদিল্লি: বিশেষ সিবিআই আদালতে ধর্ষণ মামলার শুনানি চলাকালীন নিজেকে যৌন অক্ষম বলে দাবি করে রেহাই পাওয়ার চেষ্টা করেছিলেন ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংহ। তবে তাঁর মেয়ে থাকার কথা বলে সেই দাবি খারিজ করে দেন বিচারপতি জগদীপ সিংহ। তিনি কোনও আর্জিতেই কান না দিয়ে রাম রহিমের সাজা ঘোষণা করেন।
দুই সাধ্বীকে ধর্ষণের অভিযোগের শুনানি চলাকালীন আদালতে বয়ান দেওয়ার সময় রাম রহিম দাবি করেন, ‘১৯৯০ থেকে আমি কারও সঙ্গে যৌন সংসর্গ করার জন্য শারীরিক ও মানসিকভাবে সুস্থ না। আমি যৌন অক্ষম।’ রাম রহিমের আইনজীবী বলেন, তাঁর মক্কেলের পুরুষত্ব পরীক্ষা করেননি তদন্তকারী আধিকারিক। তাই তাঁকে নির্দোষ বলে রেহাই দেওয়া উচিত। কিন্তু এক সাক্ষী বলেন, এই স্বঘোষিত ধর্মগুরুর দুটি মেয়ে আছে। এই কথা শুনেই রাম রহিম ও তাঁর আইনজীবীর দাবি খারিজ করে দেন বিচারপতি। তিনি বলেন, অন্তত দুটি মেয়ের বাবা রাম রহিম। এতেই তাঁর পুরুষত্বের প্রমাণ পাওয়া যাচ্ছে।
গত শুক্রবার রাম রহিমকে দোষী সাব্যস্ত করে বিশেষ সিবিআই আদালত। সোমবার সাজা ঘোষণার সময় এই স্বঘোষিত ধর্মগুরুকে ‘জানোয়ার’ বলে আখ্যা দেন বিচারপতি। তিনি বলেন, রাম রহিমের লালসা থেকে তাঁর শিষ্যারাও রেহাই পাননি। তাঁকে কোনওরকম দয়া-মায়া দেখানো যায় না।
দীর্ঘদিন ধরে যৌন অক্ষম, সাজা এড়াতে দাবি রাম রহিমের, আপনার তো মেয়ে আছে, পাল্টা বিচারক
Web Desk, ABP Ananda
Updated at:
31 Aug 2017 06:08 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -