চণ্ডীগড়: ডেরা সচ্চা সৌদা আরও এক কীর্তি ফাঁস। ডেরার কোনও সদস্যর আত্মীয় মারা গেল শেষকৃত্যর পর ভস্ম ডেরা ঘাঁটিতে ছড়ানোর প্রথা ছিল। এই আচার মেনে গত কয়েক বছরে এভাবে ডেরার ৩০০ থেকে ৪০০ সদস্য তাঁদের আত্মীয়দের ভস্ম ডেরা ঘাঁটিতে ছড়িয়েছেন। হরিয়ানা পুলিশের এক বিশেষ তদন্তকারী দলকে এমনই জানিয়েছেন ডেরার এক সদস্য।


ডাবওয়ালির ডিএসপি কুলদীপ সিংহ বেনীওয়ালের নেতৃত্বে গঠিত সিরসার বিশেষ তদন্তকারী দল গতকাল সন্ধেয় ডেরার ম্যানেজমেন্ট কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পি আর নৈনকে আড়াই ঘণ্টা ধরে জেরা করেন। সেই জেরায় নৈন জানিয়েছেন, ডেরার যে সদস্যরা আত্মীয়দের ভস্ম ছড়াতেন, তাঁদের নামধাম লিখে রাখা হত। ধর্ষণ মামলায় গুরমিত রাম রহিম সিংহের শুনানি চালকালীন পাঁচকুলা ও সিরসায় কারা জড়ো হয়েছিল, সে বিষয়েও নৈনকে প্রশ্ন করেন তদন্তকারীরা। প্রয়োজন মনে করলে তাঁরা নৈনকে ফের জেরা করবেন বলে জানা গিয়েছে।

এর আগে ডেরা চেয়ারপার্সন বিপাসনা ইনসানকেও জেরা করেছিল বিশেষ তদন্তকারী দল। তাঁকে পাঁচকুলা ও সিরসার হিংসার ঘটনা এবং হানিপ্রীত ইনসানের বিষয়ে প্রশ্ন করা হয়। বিপাসনাকেও ফের জেরা করা হতে পারে বলে জানিয়েছেন ডিএসপি।