চণ্ডীগড়: ডাবল ব্যারেল ও সিঙ্গল ব্যারেল বন্দুক, পিস্তল সহ বেশ কয়েকটি আগ্নেয়াস্ত পুলিশের কাছে জমা দিলেন ডেরা সচ্চা সৌদা অনুগামীরা। এমনই জানিয়েছে সিরসা জেলা পুলিশ। শুধু আগ্নেয়াস্ত্রই নয়, তার সঙ্গে তাজা কার্তুজও জমা দিয়েছেন গুরমিত রাম রহিম সিংহর অনুগামীরা। সিরসা সদর থানার স্টেশন হাউস অফিসার দীনেশ কুমার বলেছেন, ‘জেলা প্রশাসন দু দিন আগেই ডেরা অনুগামীদের সমস্ত অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। এরপরেই সিঙ্গল ও ডাবল ব্যারেল বন্দুক, নাইন এমএম পিস্তল সহ ৩৩টি বৈধ লাইসেন্সযুক্ত আগ্নেয়াস্ত্র জমা দিয়েছেন তাঁরা।’


পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত গত ২৮ অগাস্ট ধর্ষণ মামলায় রাম রহিমের ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। রোহতকের সুনারিয়া জেলে রাখা হয়েছে রাম রহিমকে। রাম রহিম দোষী সাব্যস্ত হওয়ার পরেই হরিয়ানায় হিংসা ছড়ায়। রাম রহিমের অনুগামীদের তাণ্ডবে অন্তত ৪১ জনের মৃত্যু হয়। এরপরেই ডেরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।