নয়াদিল্লি: জোড়া ধর্ষণ মামলায় গুরমীত রাম রহিম দোষী সাব্যস্ত হওয়ার পর হরিয়ানা ও পঞ্জাবে যে হিংসা হয়েছিল, তাতে মূল ইন্ধন ছিল ডেরা সচ্চা সৌদারই! দাবি করল এমনই চাঞ্চল্যকর দাবি করল তদন্তের দায়িত্বে থাকা সিট।


ওই হিংসায় হিসার ও পাঁচকুলায় ৩৯ জনের মৃত্যু হয়েছিল। তদন্তকারীদের আরও দাবি, এর জন্য রায় বের হওয়ার আগে হিংসা শুরু করতে পাঁচ কোটি টাকাও খরচ করে ডেরা। এখন এই হামলার নেপথ্যে হনিপ্রীত ইনসান, আদিত্য ইনসান ও সুরিন্দর ধিমান ইনসানের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ।


সিট রিপোর্টে দাবি করা হয়েছে, ডেরার পাঁচকুলা প্রধান চমকৌর সিংহই এই হিংসার মূল মাথা। সেই ভিড় জমা করে। এর জন্য তাকে টাকা দিয়েছিল ডেরা ম্যানেজমেন্ট। সিটের দাবি, পঞ্জাবের বিভিন্ন জায়গায় টাকা পাচার করা হয়েছিল। সিট-এর দাবি, বিক্ষোভকারীদের বলা হয়েছিল, হিংসায় প্রাণ গেলে ক্ষতিপূরণ মিলবে।


এদিকে, হাইকোর্ট তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করার নির্দেশ দেওয়ার পর থেকেই পরিবার নিয়ে বেপাত্তা চমকৌর সিংহ। পুলিশের অনুমান, তাকে গ্রেফতার করলেই অনেক তথ্য সামনে আসবে। হরিয়ানা ডিজিপি বিএস সান্ধু জানান, পুলিশের বিভিন্ন দল চমকৌরের খোঁজে লেগে রয়েছে।