শনিবারই হরিয়ানার বিজেপি প্রধান অনিল জৈন ও কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে আলোচনা করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। সেই বৈঠকে বিজেপি সভাপতি বলেছেন, হিংসা পরিস্থিতির মোকাবিলা করার জন্য উপযুক্ত পদক্ষেপই করেছেন খট্টার। তাই তাঁকে সরানো হবে না।
কংগ্রেস, সিপিএম সহ বিরোধী দলগুলি অবশ্য খট্টারকে সরিয়ে দেওয়ার দাবিতে অনড়। শনিবার সিপিএম পলিটব্যুরোর পক্ষ থেকে এক বিবৃতিতে খট্টারকে সরিয়ে দেওয়ার পাশাপাশি হরিয়ানা সরকারকেও বরখাস্ত করার দাবি জানানো হয়েছে। বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্য খট্টারের পাশেই দাঁড়িয়েছে।