নয়াদিল্লি: ডেরা সচ্চা সৌদার তাণ্ডবে এখনও পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। হিংসা রোখার ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হরিয়ানা সরকার। এর জন্য রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে রাজ্য সরকার। তবে এরপরেও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টারকে সরিয়ে দিতে রাজি নয় বিজেপি। দলীয় সূত্রে এমনই জানা গিয়েছে। এক বিজেপি নেতা বলেছেন, ‘আমরা কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সরাই না। তাই খট্টারকেও সরানো হচ্ছে না। তাঁকে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনাও হয়নি।’
শনিবারই হরিয়ানার বিজেপি প্রধান অনিল জৈন ও কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে আলোচনা করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। সেই বৈঠকে বিজেপি সভাপতি বলেছেন, হিংসা পরিস্থিতির মোকাবিলা করার জন্য উপযুক্ত পদক্ষেপই করেছেন খট্টার। তাই তাঁকে সরানো হবে না।
কংগ্রেস, সিপিএম সহ বিরোধী দলগুলি অবশ্য খট্টারকে সরিয়ে দেওয়ার দাবিতে অনড়। শনিবার সিপিএম পলিটব্যুরোর পক্ষ থেকে এক বিবৃতিতে খট্টারকে সরিয়ে দেওয়ার পাশাপাশি হরিয়ানা সরকারকেও বরখাস্ত করার দাবি জানানো হয়েছে। বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্য খট্টারের পাশেই দাঁড়িয়েছে।
মনোহরলাল খট্টারকে সরানো হচ্ছে না, খবর বিজেপি সূত্রে
Web Desk, ABP Ananda
Updated at:
26 Aug 2017 07:00 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -