সাঙ্গরুর: ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংহ ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর যে হিংসা ছড়িয়েছিল, সেই ঘটনার মূল অভিযুক্তদের একজনকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। দুনি চন্দ নামে এই অভিযুক্ত হিংসার ঘটনার পরেই আত্মগোপন করে। তাকে সাঙ্গরুরের গুজরান গ্রামের কাছ থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন এসএসপি মনদীপ সিংহ সিধু। গ্রেফতার হওয়া দুনির কাছ থেকে একটি গাড়ি, নগদ ১.৭০ লক্ষ টাকা, লঙ্কাগুঁড়ো এবং ডেরা সম্পর্কিত পত্রিকা পাওয়া গিয়েছে।

এসএসপি আরও বলেছেন, চক্রান্ত করেই পঞ্জাবে হিংসা ছড়ানো হয়েছিল। বিশেষ সিবিআই আদালত রাম রহিমকে দোষী সাব্যস্ত করার কয়েকদিন আগেই আট সদস্যের একটি দল গঠন করা হয়েছিল। আদালতের রায় রাম রহিমের বিপক্ষে গেলেই হিংসা ছড়ানোর জন্য তৈরি ছিল ওই যুব বাহিনী। গ্রেফতার হওয়ার পর জেরার মুখে দুনি এই চক্রান্তের কথা জানিয়েছে। ১৭ অগাস্ট গভীর রাতে সিরসায় ওই দলের বৈঠকে স্থির হয়, আদালত রাম রহিমের বিপক্ষে রায় দিলেই সরকারি সম্পত্তি ভাঙচুর করা হবে। ২০ অগাস্ট দ্বিতীয় বৈঠকে স্থির হয়, বহু মানুষকে পঞ্চকুলায় নিয়ে যাওয়া হবে। ২৪ ও ২৪ অগাস্টও হিংসা ছড়ানো নিয়ে বৈঠক হয়। সেই চক্রান্ত অনুযায়ীই সাতটি জেলায় সরকারি সম্পত্তি ভাঙচুর ও আগুন লাগানো হয়।