চণ্ডীগড়: ডেরা সাচা সৌদা প্রধান রাম রহিম সিংহের দোষী সাব্যস্ত হওয়ার দিন পাঁচকুলায় হিংসা ছড়ানোর অপরাধে মোস্ট ওয়ান্টেডের যে তালিকা হরিয়ানা পুলিশ তৈরি করেছে, তার শীর্ষে রয়েছে হানিপ্রীত ইনসানের নাম। ৪৩ জনের একটি তালিকা তৈরি করেছে পুলিশ। এরমধ্যে একমাত্র মহিলা হিসেবে একেবারে প্রথমে নাম রয়েছে লাভ চার্জারের এই পালিতা কন্যার। আর যাদের নাম রয়েছে, তাদের বেশিরভাগই তরুণ। হানিপ্রীত ছাড়া ডেরা মুখপাত্র আদিত্য ইনসানের নামও রয়েছে মোস্ট ওয়ান্টেডের তালিকায়। এর আগে হানিপ্রীত ও আদিত্যর নামে লুক আউট নোটিসও জারি করে হরিয়ানা পুলিশ।

মোস্ট ওয়ান্টেডের তালিকায় যে ৪৩ জনের নাম রয়েছে, তাদের প্রত্যেকের ছবি সহ বিস্তারিত তথ্য পুলিশের অফিসিয়াল ওয়েব পোর্টালেও পোস্ট করে দিয়েছে প্রশাসন। গত ২৫ তারিখ একটি নোটিস জারি করে হরিয়ানা পুলিশের তরফ থেকে আমজনতা এবং সংবাদমাধ্যমের কাছে সেদিনের হিংসার ভিডিও ও ছবি যা নিজেদের কাছে আছে চেয়ে পাঠানো হয়। সেই পাঠানো ভিডিও ও ছবি থেকেই হামলাকারী ব্যক্তিদের চিহ্নিত করে ছবি দিয়ে দেওয়া হয়েছে ওয়েবসাইটে। পাঁচকুলায় সেদিনের ঘটনায় ৩৫ জনের মৃত্যু হয়েছিল, সিরসায় ৬ জন মারা যায়।

পাঁচকুলার পুলিশ কমিশনার এক বিবৃতি জারি করে জানিয়ে দেন, আমজনতার কাছে সেদিনের ঘটনার সামান্য কোনও তথ্য, ছবি বা ঘটনার ভিডিও থাকলে, সেটা যেন প্রশাসনের সঙ্গে ভাগ করে নেয়। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার না করা পর্যন্ত তথ্য যে পাঠাচ্ছেন তাঁর পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয় পুলিশের তরফে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ। গত ১৫ সেপ্টেম্বর ডেরা প্রধানের ঘনিষ্ঠ পরামর্শদাতা দিলাওয়ার ইনসানকে গ্রেফতার করা হয় সোনপথ থেকে। গতকাল রাজস্থানের উদয়পুর থেকে গ্রেফতার করা হয় ডেরার অন্যতম সদস্য প্রদীপ গোয়াল ইনসানকে।