কানপুর: কানপুরে ইনদওর-পটনা এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তে জিআরপি-র ১২ জন সদস্যকে নিয়ে দল গঠন করল রেল। রেলের ডিরেক্টর জেনারেল গোপাল গুপ্ত জানিয়েছেন, এই দলের নেতৃত্বে থাকবেন ঝাঁসি জিআরপি-র ডিএসপি।
প্রসঙ্গত, রবিবার শেষরাতের রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪৮ জন। আহত শতাধিক। এই ঘটনায় ভীমসেন রেল স্টেশনে জিআরপি থানায় অজ্ঞাতপরিচয় রেলকর্মীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ এ ধারায় (গাফিলতির কারণে মৃত্যু), ৩৩৭ ধারায় (অন্য কারও প্রাণ বিপন্ন হতে পারে, এমন কোনও কাজ) এবং ৩৩৮ ধারায় মামলা রুজু হয়।
কী কারণে এত বড় দুর্ঘটনা, জিজ্ঞাসা করা হলে গুপ্ত বলেন, এখনও পর্যন্ত কোনও তথ্য-প্রমাণ মেলেনি। আরও বলেন, এর সঙ্গে জঙ্গি নাশকতা বা বিস্ফোরণের কোনও যোগসূত্রও এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনার তদন্তে ট্রেনযাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাত ৩টে নাগাদ দুর্ঘটনার সময় অনেকেই ঘুমিয়ে ছিলেন। তাই বিশদে কিছু জানাও যাচ্ছে না। এখনও পর্যন্ত ৭টি দেহ সনাক্ত করা যায়নি।
কানপুর রেল দুর্ঘটনা: তদন্তে জিআরপি-র ১২ সদস্যের দল গঠন
Web Desk, ABP Ananda
Updated at:
22 Nov 2016 04:46 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -