পটনা: অবিশ্বাস্য! সাতজনের প্রাণ বাঁচিয়ে একটা গোটা পরিবারের কাছে ‘জিয়নকাঠি’ হয়ে উঠল এক বৃদ্ধা মায়ের ছড়ি!


কিন্তু কীভাবে?


খবরে প্রকাশ, পটনায় বাড়ি যাওয়ার জন্য ইনদওর থেকে শনিবার রাতে পরিবার সমেত দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে ওঠেন মুজফ্ফরপুরের ব্যবসায়ী মনোজ চৌরাশিয়া।


কিন্তু মাঝরাতেই বিপর্যয়। চৌরাশিয়ার পরিবার ছিল ‘বি এস ১’ কামরায়। ব্যবসায়ী জানান, তাঁরা সকলে ওই বিধ্বস্ত কামরার মধ্যে আটকে পড়েছিলেন।


কোনওমতে, এক ঘণ্টা পর মায়ের হাঁটার ভরসা ছড়ি দিয়ে জানলার কাচ ভেঙে তাঁরা বাইরে বের হন। তিনি বলেন, মায়ের ছরি আজ গোটা পরিবারের প্রাণ বাঁচাল।


এদিন হাতে ছড়ি নিয়ে তার সাহায্যে হাঁটছিলেন মনোজের বৃদ্ধা মা। কিন্তু ঘটনার বিহ্বলতায় তিনি কোনও কথা বলতে পারেননি।


ব্যবসায়ীর স্ত্রী নন্দিনী জানান, তাঁদের কামরার অ্যাটেনডেন্ট সমেত বেশ কয়েকজন যাত্রী মারা যান। কিন্তু, মৃত্যু তাঁদের ছুঁয়ে বেরিয়ে গিয়েছে বলেই মনে করেন তিনি।


বিশেষ ট্রেনে পটনায় ফিরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন চৌরাশিয়া পরিবার।