চণ্ডীগড়: ডেরা সচ্চা সৌদার তথ্য-প্রযুক্তি বিভাগের প্রধান বিনীত কুমারকে গ্রেফতার করল পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৬০টি হার্ডডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে।
সিরসার পুলিশ সুপার অশ্বিনী শেনভি বলেছেন, গুরমিত রাম রহিম সিংহ দোষী সাব্যস্ত হওয়ার পর ডেরার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সেই তদন্তে জানা গিয়েছে, তল্লাশি শুরু হওয়ার আগেই ডেরা কর্তৃপক্ষ বেশ কয়েকটি হার্ডডিস্ক বদলে ফেলেছে। সিরসায় ডেরার প্রধান ঘাঁটিতে বেশ কয়েকটি কম্পিউটার থেকে যাবতীয় তথ্য মুছে ফেলা হয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বিনীতকে ডেকে পাঠানো হয়েছিল। তাঁর বয়ানে অসঙ্গতি থাকায় গ্রেফতার করা হয়েছে।
গত ২৮ অগাস্ট ডেরার একটি বিলাসবহুল গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সম্পত্তির ক্ষতি করা এবং প্রমাণ লোপাটের অভিযোগে ওই গাড়ির চালক হারমেল সিংহকেও গ্রেফতার করা হয়েছে। অম্বালা থেকে ডেরার এক সদস্য ভাগ সিংহকেও গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকে ১৪ লক্ষ টাকা পাওয়া গিয়েছে।
ডেরা সচ্চা সৌদার তথ্য-প্রযুক্তি বিভাগের প্রধান গ্রেফতার, বাজেয়াপ্ত হার্ডডিস্ক
Web Desk, ABP Ananda
Updated at:
13 Sep 2017 06:03 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -